বৈশ্বিক উষ্ণতার সকল রেকর্ড ভেঙেছে ফেব্রুয়ারি

ইতিহাস শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত যত ফেব্রুয়ারি মাস এসেছে, সেসবের মধ্যে সবচেয়ে উষ্ণতম ফেব্রুয়ারি ছিল চলতি ২০২৪ সালের ফেব্রুয়ারি। ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অঙ্গপ্রতিষ্ঠান ক্লাইমেট চেঞ্জ সার্ভিস অব কোপার্নিকাস (সিসিএসসি) গতকাল বৃহস্পতিবার (৭ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য  জানিয়েছে।

বাতাসের যে স্তরটি ভূপৃষ্ঠের সবচেয়ে কাছাকাছি থাকে, সেটির নাম ট্রোপোপোস্ফিয়ার বা ট্রোপোমণ্ডল। ভূপৃষ্ঠ থেকে ১৫ কিলোমিটার পর্যন্ত উঁচু এই স্তরটি।

সিসিএসসির বিবৃতিতে বলা হয়েছে, গত ফেব্রুয়ারিতে মাসজুড়ে বাতাসের ট্রোপোমণ্ডল স্তরের গড় তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৫৪ সেলসিয়াস। এর আগে কোনো ফেব্রুয়ারি মাসে ট্রপোমন্ডলে এই পরিমাণ তাপমাত্রা দেখা গেছে- এমন রেকর্ড নেই।

বিবৃতিতে সিসিএসসি জানিয়েছে, ১৯৯১ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত প্রতি বছরই ট্রপোমণ্ডলের তাপমাত্রা একটু একটু করে বেড়েছে এবং ৩০ বছরে তাপমাত্রা মোট বৃদ্ধি পেয়েছে দশমিক ৮১ ডিগ্রি সেলসিয়াস।

ক্লাইমেট চেঞ্জ সার্ভিস অব কোপার্নিকাসের রেকর্ড অনুসারে, এর আগে সবচেয়ে উষ্ণ ফেব্রুয়ারি মাস দেখা গিয়েছিল ২০১৬ সালে। তবে ওই বছর ট্রপোমণ্ডলে যে গড়তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল, চলতি বছরের ফেব্রুয়ারির তাপমাত্রা তার চেয়ে দশমিক ১২ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।

ইউরোপপীয় ইউনিয়নের জলবায়ুবিদরা জানিয়েছেন , ফেব্রুয়ারির আগে টানা আট মাস ধরে রেকর্ড উষ্ণতা দেখেছে বিশ্ব। ফেব্রুয়ারির মধ্যে দিয়ে তা উন্নীত হয়েছে ৯ মাসে।

সিসিএসটির পরিচালক কার্লো বুওন্তেম্পো তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সিকে জানিয়েছেন, ফেব্রুয়াারি মাসে ইউরোপে গড় তাপমাত্রা থাকে, তার চেয়ে ৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি উষ্ণতা ছিল ২০২৪ সালের ফেব্রুয়ারিতে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //